Text size A A A
Color C C C C

সিটিজেনচার্টার

সিটিজেনচার্টার

পল্লীদারিদ্র্যবিমোচনফাউন্ডেশন(পিডিবিএফ)

উপজেলাদারিদ্র্যবিমোচনাকমকর্তারকার্যালয়

রাজবাড়ীসদর, রাজবাড়ী।

 

সিটিজেনচার্টারঃ

 

      পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের মূল লক্ষ পল্লীর সুবিধা বঞ্চিত  ও অসুবিধা গ্রস্থ জনগোষ্ঠির দারিদ্র্য দূরীকরনের মাধ্যমে আথ সামাজিক অবস্থার উন্নয়ন এবং নারী পুরুষ সমতার বিকাশ সাধন করা। এ লক্ষকে সাফল্যের সাথে সম্পন্ন করার জন্য পিডিবিএফ নিম্নলিখিত কমসূচি বাস্তবায়ন করছে।

 

Ø    পল্লীর দারিদ্র্য ও অসুবিধাগ্রস্থ জনগোষ্ঠীকে সমিতির মাধ্যমে সংগঠিত করা।

Ø সাপ্তাহিক ভিত্তিতে সঞ্চয় জমা করার অভ্যাস গড়ে তোলা এবং আয় বৃদ্ধিমুলক কমকান্ডে ক্ষুদ্র ঋণ প্রদান ও ঋণের টাকার সঠিক ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে তাদের অথনৈতিক উন্নয়ন সাধন করা।

Ø    ক্ষুদ্র উদ্দোক্তা সৃষ্টির লক্ষে Small Enterprise Loan Program (SELP) এর কাযর্ক্রম বাস্তবায়ন করা।

Ø    শিক্ষা, স্বাস্থ্য, নাগরিক অধিকার, নারীর ক্ষমতায়ন ও পারিবারিক আইন সম্পর্কে সুফল ভোগীদের সচেতনতা বৃদ্ধি এবং নেতৃত্বের বিকাশ ঘটিয়ে সামাজিক অবস্থার উন্নয়ন সাধন করা।

Ø    সদস্যদের বিভিন্ন আয় বৃদ্ধি মুলক কমকান্ডের উপর দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ প্রদান করা এবং নেতৃত্ব বিকাশের উপর প্রশিক্ষণ প্রদান করা।

Ø    প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ চাহিদা মেটাতে দারিদ্র্যদের মধ্যে অপেক্ষা কৃতকম মূল্যে সোলার হোম সিস্টেম নগদে এবং কিস্তিতে বিতরণ করা।