Wellcome to National Portal
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ)

উপজেলা দারিদ্র্য বিমোচনা কমকর্তার কার্যালয়

রাজবাড়ী সদর, রাজবাড়ী।

 

সিটিজেন চার্টারঃ

 

      পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের মূল লক্ষ পল্লীর সুবিধা বঞ্চিত ও অসুবিধাগ্রস্থ জনগোষ্ঠির দারিদ্র্য দূরীকরনের মাধ্যমে আথসামাজিক অবস্থার উন্নয়ন এবং নারীদ পুরুষ সমতার বিকাশ সাধন করা। এ লক্ষকে সাফল্যের সাথে সম্পন্ন করার জন্য পিডিবিএফ নিম্নলিখিত কমসূচি বাস্তবায়ন করছে।

 

Ø  পল্লীর দারিদ্র্য ও অসুবিধাগ্রস্থ জনগোষ্ঠীকে সমিতির মাধ্যমে সংগঠিত করা।

Ø  সাপ্তাহিক ভিত্তিতে সঞ্চয় জমা করার অভ্যাস গড়ে তোলা এবং আয়বৃদ্ধিমুলক কমকান্ডে ক্ষুদ্রঋণ প্রদান ও ঋণের টাকার সঠিক ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে তাদের অথনৈতিক উন্নয়ন সাধন করা।

Ø  ক্ষুদ্র উদ্দোক্তা সৃষ্টির লক্ষে সৃষ্টির লক্ষে Small Enterprise Loan Program (SELP) এর কাযর্ক্রম বাস্তবায়ন করা।

Ø  শিক্ষা, স্বাস্থ্য, নাগরিক অধিকার, নারীর ক্ষমতায়ন ও পারিবারিক আইন সম্পর্কে সুফলভোগীদের সচেতনতা বৃদ্ধি এবং নেতৃত্বের বিকাশ ঘটিয়ে সামাজিক অবস্থার উন্নয়ন সাধন করা।

Ø  সদস্যদের বিভিন্ন আয়বৃদ্ধিমুলক কমকান্ডের উপর দক্ষতাবৃদ্ধির জন্য প্রশিক্ষণ প্রদান করা এবং নেতৃত্ববিকাশের উপর প্রশিক্ষণ প্রদান করা।

Ø  প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ চাহিদা মেটাতে দারিদ্র্যদের মধ্যে অপেক্ষাকৃত কম মূল্যে সোলার হোম সিস্টেম নগদে এবং কিস্তিতে বিতরণ করা।